নদীর বালুচরে তরমুজবাড়ি। এক সময়ের খরস্রোতা আত্রাই নদীর চরে এখন চলছে তরমুজসহ বিভিন্ন ফসলের চাষ। এখন নদীর চরও অর্থনীতিতে অবদান রাখছে। চর থেকে কেউ বালু উত্তোলন করছে আবার কেউ চরে বিভিন্ন ফসলের চাষও করছে। এ চরে কীটনাশক ব্যবহার ছাড়াই বাণিজ্যিকভাবে গ্রেসিওসা জাতের তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন মজনু। গতবার এক বিঘা জমিতে তরমুজ চাষ করে দেড় লাখ টাকা আয় করেছেন। তরমুজ চাষে সফলতায় ওই অঞ্চলের সবাই ফিরিঙ্গির ঘাট এলাকার চরটিকে এখন তরমুজ বা কুমড়াবাড়ি বলেই ডাকেন। নদীর দুই পারের চরেই চলছে তরমুজসহ বিভিন্ন ফসলের চাষ। মজনু দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউপির শাহপাড়া আবাসন এলাকার অধিবাসী। আত্রাই নদীর চরে চাষ করেন এবং নিজেই সে তরমুজ বিক্রি করেন। এতেই তার সংসারে স্বচ্ছলতা এসছে। আত্রাই নদীর চরে এবার পাঁচ বিঘা জমিতে তরমুজসহ বিভিন্ন ফসলের চাষ করেছেন। বাণিজ্যিকভাবে এ চাষে ব্যয় হয়েছে প্রায় দেড় লাখ টাকা। এরই মধ্যে ৩৬ হাজার টাকার রসুন-পিঁয়াজ, ৯০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন এবং ৪০ মণ মিষ্টি কুমড়া বিক্রির অপেক্ষায় আছে। আরও ৬০ মণ তরমুজ বিক্রি করতে পারবেন। মজনু জানান, খরস্রোতা আত্রাই নদীর এ চরে কার্তিক মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত ভালোভাবে চাষ করা যায়। সামান্য পরিচর্যা ছাড়া কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা হয় না। উৎপাদিত তরমুজ, কুমড়া দিনাজপুরের আশপাশের জেলা ছাড়াও রাজধানী ঢাকায় পাইকারদের কাছে বিক্রি করি। আরও দুই মাস তরমুজ, কুমড়া বিক্রি করতে পারব। কৃষি বিষয়ে তেমন কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। তবে ধান চাষ করি। কিন্তু তরমুজ, কুমড়া চাষে বেশি লাভবান হওয়ায় এখন কুমড়া চাষ করি।
শিরোনাম
- ‘চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে’
- অসুস্থতার ছুটি চেয়ে বার্তা, ১০ মিনিট পরেই হারালেন প্রাণ
- কিউবান অভিবাসীর চাপাতির কোপে প্রাণ গেল ভারতীয়ের, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ট্রাম্পের
- বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
- পাকিস্তান ক্রিকেটারদের মান নেই, সিঙ্গেলও নিতে পারে না: শোয়েব আখতার
- নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সবিতা
- খেলার বাইরে রাজনীতি: ভারত–পাকিস্তান ম্যাচে ইতিহাসে নজিরবিহীন বিতর্ক
- ফরিদপুরে মহাসড়ক অবরোধের ঘটনায় ২৪০ জনের বিরুদ্ধে মামলা
- ইসরায়েলকে রুখতে ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের
- শাহ আমানত বিমানবন্দরে হারানো ব্যাগ ফেরত পেলেন ইন্দোনেশিয়ান নাগরিক
- ভারতের কাছে পাকিস্তানের হারের প্রধান তিন কারণ
- বাঁশবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
- ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা
- পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় চালু হচ্ছে আজ
- আমেরিকার ‘মিত্র’ কাতারের প্রতি ইসরায়েলকে ‘খুব সতর্ক’ হতে হবে : ট্রাম্প
- ইসরায়েলের হামলায় গাজায় অর্ধশতাধিক নিহত, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২
- পদোন্নতির অপেক্ষায় সহস্রাধিক প্রভাষক
- সিডনির পাঞ্জবোলে নারায়ণগঞ্জ জালকুড়ির পুনর্মিলনী অনুষ্ঠিত
- ঠাকুরগাঁওয়ে মৃত্যুদাবির চেক হস্তান্তর
- স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা-ছুরিকাঘাত, অভিযোগ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে
নদীর চরে মজনুর তরমুজবাড়ি
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর