ঈদুল আজহা উপলক্ষে নির্বিঘ্ন বাড়ি ফেরা নিশ্চিত করতে সারা দেশের জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ ছাড়া সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের ঈদ আনন্দের বিষয়টি মাথায় রাখতে বলা হয়েছে। এ জন্য ঈদের আগেই সুবিধার অর্থ পৌঁছে দেওয়া নিশ্চিত করতেও দেওয়া হয়েছে নির্দেশনা। সম্প্রতি ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো. মাহমুদুল হোসাইন খান। মন্ত্রিপরিষদের বৈঠকে নির্দেশনা পেয়ে যানজট এড়াতে জেলা প্রশাসকরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। এ ছাড়া সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ দায়িত্বপ্রাপ্তদেরও দিকনির্দেশনা দিয়েছেন তারা। সভাসূত্র জানায়, কোরবানির পশুর হাট কেন্দ্র করে সড়কে যাতে কোনো যানজট তৈরি না হয় সে ব্যাপারে তৎপর থাকতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। সড়কের যেসব পয়েন্টে যানজট হতে পারে সেখানে নজরদারি বাড়াতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদের নির্দেশনা পেয়ে বিভিন্ন পয়েন্টে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও মোবাইল কোর্ট বসিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি সারা দেশে হাইওয়ের পাশে কোনো গরুর হাট বসতে দেওয়া হয়নি। গরুর হাট নিয়ে হাইওয়ে পুলিশ ও র্যাবকে সতর্ক থাকতে বলা হয়েছে। বাড়িফেরা মানুষদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাবতীয় পদক্ষেপ নিতে বলা হয়। বাড়িফেরাকে কেন্দ্র করে যে কোনো দুর্ঘটনা এড়াতে নৌযানসহ কোনো পরিবহন যেন অতিরিক্ত যাত্রী পরিবহন না করে জেলা প্রশাসনকে তা নিশ্চিত করতে বলা হয়েছে। এ ছাড়া রুট পারমিটবিহীন কোনো গাড়ি মহাসড়কে চলতে পারবে না। এ জন্য ঈদে তৎপর থাকবে ভ্রাম্যমাণ আদালত। ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদের নির্দেশনা পেয়ে জেলা সড়ক নিরাপত্তা কমিটির বৈঠক করা হয়েছে। মহাসড়কে বেশির ভাগ দুর্ঘটনা হয় নসিমন, করিমনসহ রুট পারমিট ও ফিটনেসবিহীন গাড়ির কারণে। এসব যানবাহন বন্ধ করতে সড়কে টহল বাড়ানোর পাশাপাশি মোবাইল কোর্ট বসানো হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, ঈদ যাত্রার সুবিধার্থে ঈদের আগের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। শরীয়তপুরের জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ উপকারভোগীদের হাতে ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। কিছু কর্মসূচির অর্থ উপকারভোগীরা সরাসরি মোবাইলে পেয়ে থাকেন। তিনি বলেন, ঈদ উপলক্ষে যানজট এড়াতে ও শৃঙ্খলা নিশ্চিতে পদ্মা সেতু এলাকায় বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে। সেতুর দুই প্রান্তে ও সেতুর ওপর ম্যাজিস্ট্রেট থাকবেন। যাত্রীদের কাছে যেন বাড়তি ভাড়া নেওয়া না হয় এবং পদ্মা সেতুতে ফিটনেসবিহীন গাড়ি ওঠতে না পারে সেজন্য প্রশাসন তৎপর রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো. মাহমুদুল হোসাইন খান বলেন, সরকারি ছুটি একদিন বৃদ্ধি করায় যানজট এড়ানো যাবে। এরপরও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সারা দেশের জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। সব জেলা প্রশাসনকে বলেছি জেলা পুলিশ ও সড়ক বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। এ ছাড়া ঈদকে কেন্দ্র করে কোনো ধর্মীয় অবমাননা যেন না হয়, সম্প্রীতি যেন বজায় থাকে সে বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে।
শিরোনাম
- অবশেষে মুক্তি পেল পপির শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’
- আইপিএস অফিসারের ঘরে ‘টাকার পাহাড়’
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু
- বাংলাদেশ ওআইসির উদ্যোগের প্রতি অঙ্গীকারবদ্ধ : শ্রম উপদেষ্টা
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মির্জা ফখরুল, সালাহউদ্দিন
- অনশন শুরু এমপিওভুক্ত শিক্ষকদের
- জাকেরকে নিয়ে বিতর্কে মুখ খুললেন ফিল সিমন্স
- বিশ্বে প্রায় ৯০ কোটি দরিদ্র মানুষ জলবায়ু বিপর্যয়ের ঝুঁকিতে : জাতিসংঘ
- বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস
- সংশোধন করা হলো জুলাই সনদ অঙ্গীকারনামার পঞ্চম দফা
- ‘জুলাই যোদ্ধা’দের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া
- মালিবাগে সেই ৫০০ ভরি স্বর্ণ চুরির রহস্য উদঘাটন, গ্রেফতার ৪
- রাজধানীতে বেড়েছে ডিমের দাম, সবজির বাজারেও আগুন
- ভোমরা স্থলবন্দরকে ‘কাস্টমস হাউজ’ ঘোষণা
- ভারতে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যায় ঢাকার তীব্র নিন্দা
- জুলাই সনদের ৫ নম্বর দফা সংশোধনের প্রস্তাব সালাহউদ্দিন আহমদের
- ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএ’কে অনুমোদন দিলেন ট্রাম্প
- বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজে সহপাঠ কার্যক্রম ‘ট্যালেন্টস ডেন’-এর উদ্বোধন
- রাকুসতে ছাত্রদলের প্যানেলে থেকে একমাত্র বিজয়ী ফুটবলার নার্গিস
- জিএসপি প্লাস সুবিধা পেতে নেদারল্যান্ডসের সহায়তা চেয়েছে বাংলাদেশ
ঈদ নিয়ে একগুচ্ছ নির্দেশনা
আকতারুজ্জামান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

লাখো মানুষের হাতে মশাল, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তাল উত্তরাঞ্চল
১৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

শতাব্দীর সেরা ডিভোর্সে ১ বিলিয়ন ডলার থেকে মুক্তি পেলেন দ. কোরিয়ার ধনকুবের
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নিয়ন্ত্রণে আসেনি সিইপিজেডের আগুন, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কারখানার ভবন
২১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন