ঈদুল আজহা উপলক্ষে নির্বিঘ্ন বাড়ি ফেরা নিশ্চিত করতে সারা দেশের জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ ছাড়া সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের ঈদ আনন্দের বিষয়টি মাথায় রাখতে বলা হয়েছে। এ জন্য ঈদের আগেই সুবিধার অর্থ পৌঁছে দেওয়া নিশ্চিত করতেও দেওয়া হয়েছে নির্দেশনা। সম্প্রতি ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো. মাহমুদুল হোসাইন খান। মন্ত্রিপরিষদের বৈঠকে নির্দেশনা পেয়ে যানজট এড়াতে জেলা প্রশাসকরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। এ ছাড়া সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ দায়িত্বপ্রাপ্তদেরও দিকনির্দেশনা দিয়েছেন তারা। সভাসূত্র জানায়, কোরবানির পশুর হাট কেন্দ্র করে সড়কে যাতে কোনো যানজট তৈরি না হয় সে ব্যাপারে তৎপর থাকতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। সড়কের যেসব পয়েন্টে যানজট হতে পারে সেখানে নজরদারি বাড়াতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদের নির্দেশনা পেয়ে বিভিন্ন পয়েন্টে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও মোবাইল কোর্ট বসিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি সারা দেশে হাইওয়ের পাশে কোনো গরুর হাট বসতে দেওয়া হয়নি। গরুর হাট নিয়ে হাইওয়ে পুলিশ ও র্যাবকে সতর্ক থাকতে বলা হয়েছে। বাড়িফেরা মানুষদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাবতীয় পদক্ষেপ নিতে বলা হয়। বাড়িফেরাকে কেন্দ্র করে যে কোনো দুর্ঘটনা এড়াতে নৌযানসহ কোনো পরিবহন যেন অতিরিক্ত যাত্রী পরিবহন না করে জেলা প্রশাসনকে তা নিশ্চিত করতে বলা হয়েছে। এ ছাড়া রুট পারমিটবিহীন কোনো গাড়ি মহাসড়কে চলতে পারবে না। এ জন্য ঈদে তৎপর থাকবে ভ্রাম্যমাণ আদালত। ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদের নির্দেশনা পেয়ে জেলা সড়ক নিরাপত্তা কমিটির বৈঠক করা হয়েছে। মহাসড়কে বেশির ভাগ দুর্ঘটনা হয় নসিমন, করিমনসহ রুট পারমিট ও ফিটনেসবিহীন গাড়ির কারণে। এসব যানবাহন বন্ধ করতে সড়কে টহল বাড়ানোর পাশাপাশি মোবাইল কোর্ট বসানো হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, ঈদ যাত্রার সুবিধার্থে ঈদের আগের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। শরীয়তপুরের জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ উপকারভোগীদের হাতে ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। কিছু কর্মসূচির অর্থ উপকারভোগীরা সরাসরি মোবাইলে পেয়ে থাকেন। তিনি বলেন, ঈদ উপলক্ষে যানজট এড়াতে ও শৃঙ্খলা নিশ্চিতে পদ্মা সেতু এলাকায় বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে। সেতুর দুই প্রান্তে ও সেতুর ওপর ম্যাজিস্ট্রেট থাকবেন। যাত্রীদের কাছে যেন বাড়তি ভাড়া নেওয়া না হয় এবং পদ্মা সেতুতে ফিটনেসবিহীন গাড়ি ওঠতে না পারে সেজন্য প্রশাসন তৎপর রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো. মাহমুদুল হোসাইন খান বলেন, সরকারি ছুটি একদিন বৃদ্ধি করায় যানজট এড়ানো যাবে। এরপরও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সারা দেশের জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। সব জেলা প্রশাসনকে বলেছি জেলা পুলিশ ও সড়ক বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। এ ছাড়া ঈদকে কেন্দ্র করে কোনো ধর্মীয় অবমাননা যেন না হয়, সম্প্রীতি যেন বজায় থাকে সে বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে।
শিরোনাম
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা