ঈদুল আজহা উপলক্ষে নির্বিঘ্ন বাড়ি ফেরা নিশ্চিত করতে সারা দেশের জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ ছাড়া সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের ঈদ আনন্দের বিষয়টি মাথায় রাখতে বলা হয়েছে। এ জন্য ঈদের আগেই সুবিধার অর্থ পৌঁছে দেওয়া নিশ্চিত করতেও দেওয়া হয়েছে নির্দেশনা। সম্প্রতি ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো. মাহমুদুল হোসাইন খান। মন্ত্রিপরিষদের বৈঠকে নির্দেশনা পেয়ে যানজট এড়াতে জেলা প্রশাসকরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। এ ছাড়া সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ দায়িত্বপ্রাপ্তদেরও দিকনির্দেশনা দিয়েছেন তারা। সভাসূত্র জানায়, কোরবানির পশুর হাট কেন্দ্র করে সড়কে যাতে কোনো যানজট তৈরি না হয় সে ব্যাপারে তৎপর থাকতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। সড়কের যেসব পয়েন্টে যানজট হতে পারে সেখানে নজরদারি বাড়াতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদের নির্দেশনা পেয়ে বিভিন্ন পয়েন্টে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও মোবাইল কোর্ট বসিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি সারা দেশে হাইওয়ের পাশে কোনো গরুর হাট বসতে দেওয়া হয়নি। গরুর হাট নিয়ে হাইওয়ে পুলিশ ও র্যাবকে সতর্ক থাকতে বলা হয়েছে। বাড়িফেরা মানুষদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাবতীয় পদক্ষেপ নিতে বলা হয়। বাড়িফেরাকে কেন্দ্র করে যে কোনো দুর্ঘটনা এড়াতে নৌযানসহ কোনো পরিবহন যেন অতিরিক্ত যাত্রী পরিবহন না করে জেলা প্রশাসনকে তা নিশ্চিত করতে বলা হয়েছে। এ ছাড়া রুট পারমিটবিহীন কোনো গাড়ি মহাসড়কে চলতে পারবে না। এ জন্য ঈদে তৎপর থাকবে ভ্রাম্যমাণ আদালত। ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদের নির্দেশনা পেয়ে জেলা সড়ক নিরাপত্তা কমিটির বৈঠক করা হয়েছে। মহাসড়কে বেশির ভাগ দুর্ঘটনা হয় নসিমন, করিমনসহ রুট পারমিট ও ফিটনেসবিহীন গাড়ির কারণে। এসব যানবাহন বন্ধ করতে সড়কে টহল বাড়ানোর পাশাপাশি মোবাইল কোর্ট বসানো হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, ঈদ যাত্রার সুবিধার্থে ঈদের আগের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। শরীয়তপুরের জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ উপকারভোগীদের হাতে ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। কিছু কর্মসূচির অর্থ উপকারভোগীরা সরাসরি মোবাইলে পেয়ে থাকেন। তিনি বলেন, ঈদ উপলক্ষে যানজট এড়াতে ও শৃঙ্খলা নিশ্চিতে পদ্মা সেতু এলাকায় বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে। সেতুর দুই প্রান্তে ও সেতুর ওপর ম্যাজিস্ট্রেট থাকবেন। যাত্রীদের কাছে যেন বাড়তি ভাড়া নেওয়া না হয় এবং পদ্মা সেতুতে ফিটনেসবিহীন গাড়ি ওঠতে না পারে সেজন্য প্রশাসন তৎপর রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো. মাহমুদুল হোসাইন খান বলেন, সরকারি ছুটি একদিন বৃদ্ধি করায় যানজট এড়ানো যাবে। এরপরও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সারা দেশের জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। সব জেলা প্রশাসনকে বলেছি জেলা পুলিশ ও সড়ক বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। এ ছাড়া ঈদকে কেন্দ্র করে কোনো ধর্মীয় অবমাননা যেন না হয়, সম্প্রীতি যেন বজায় থাকে সে বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
ঈদ নিয়ে একগুচ্ছ নির্দেশনা
আকতারুজ্জামান
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর