আনন্দে উদ্বেলিত ভাঙ্গাবাসী। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ ভাঙ্গায় আসছেন। ভাঙ্গা পৌর শহরের ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন। সর্বশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভা করতে ভাঙ্গায় এসেছিলেন। প্রায় পাঁচ বছর পর তিনি ভাঙ্গায় আসছেন। তাঁর আগমন উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে চাঙা ভাব দেখা যাচ্ছে। ভাঙ্গা সেজেছে অপরূপ সাজে। ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পর্যন্ত অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে। বিল বোর্ড টানানো হয়েছে অগণিত। ভাঙ্গা ও আশপাশের উপজেলায় জনসভা সফল করার লক্ষ্যে একাধিক কর্মিসভা করেছে আওয়ামী লীগ। ভাঙ্গায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আওয়ামী লীগ করেছে বিশেষ বর্ধিত সভা। আওয়ামী লীগের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী আজ সকাল ১০টায় গণভবন থেকে সড়কপথে মুন্সীগঞ্জ জেলার মাওয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা করবেন। বেলা ১১টায় মাওয়া রেলওয়ে স্টেশনে উপস্থিত হবেন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রেলওয়ে স্টেশনে পদ্মা সেতু সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। দুপুর পৌনে ১টায় রেলপথে মাওয়া রেলওয়ে স্টেশন থেকে ভাঙ্গা রেলওয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা করবেন। দুপুর পৌনে ২টায় ফরিদপুর জেলার ভাঙ্গা রেলওয়ে স্টেশনে উপস্থিত হবেন। দুপুর ২টায় ভাঙ্গা ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন। বিকাল ৪টায় সড়কপথে ভাঙ্গা থেকে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লার কৃষক হারুন মিয়া বলেন, ভাঙ্গা এলাকা পাট, পিঁয়াজ, মরিচসহ তরিতরকারি উৎপাদনের জন্য বিখ্যাত। প্রধানমন্ত্রী আমাদের রেলপথ উপহার দিয়েছেন। পদ্মায় সেতু নির্মাণ করেছেন। আমরা এখন অল্প খরচেই আমাদের উৎপাদিত পণ্য রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতে পারব। লাভবান হবে এ এলাকার কৃষকরা। ফরিদপুর নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক পান্না বালা বলেন, ফরিদপুর একটি প্রাচীন জনপদ এবং পুরনো জেলাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ জেলা। ১৯৮৩ সাল থেকে ফরিদপুরবাসী একটি বিভাগ বাস্তবায়নে আন্দোলন করে আসছে। ফরিদপুরবাসীর পক্ষ থেকে ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবি করছি প্রধানমন্ত্রীর কাছে।
শিরোনাম
- কঠিন সমীকরণ মিলিয়ে গ্লোবাল লিগের ফাইনালে বাংলাদেশের রংপুর
- গাজায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত
- তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে রয়েছে বিশ্ব: ব্রিটিশ অ্যাডমিরাল
- কাজের ক্ষেত্রে রোবট ব্যবহারে সবার ওপরে দক্ষিণ কোরিয়া
- ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ক্যালিফোর্নিয়া
- মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট থাকার ঘোষণা ম্যাক্রোঁর
- রাখাইনে বিস্ফোরণে কাঁপছে টেকনাফ সীমান্ত, আতঙ্কে এলাকাবাসী
- মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক গ্রেফতার
- ভারত ষড়যন্ত্র করলে বিষদাঁত ভেঙে দিতে প্রস্তুত : চরমোনাই পীর
- চবিতে প্রশ্ন ফাঁসের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
- অবৈধ অনুপ্রবেশের সময় ফতেপুর সীমান্তে আটক ৪
- অভ্যুত্থানে যেসব পুলিশ অন্যায় করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয় : আইজিপি
- ব্যাঙের বিষে প্রাণ গেল অভিনেত্রীর
- ৬ ব্যাংকের এলসি খোলার শর্ত শিথিল
- পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল জিম্বাবুয়ে
- দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক সংকট, উত্তেজনা: নেপথ্যে পিঁয়াজ আর দামি হাতব্যাগ!
- কারিগরি-মাদ্রাসা বিভাগের সচিব হলেন কবিরুল ইসলাম
- কীর্তনখোলায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ৪
- সমাপ্ত হলো আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৪
- ‘ক্ষমতাসীন দল পরিবর্তন হলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি একই থাকে’
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
আপডেট:
প্রধানমন্ত্রীর অপেক্ষায় ভাঙ্গাবাসী, চালু হচ্ছে ট্রেন
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের
২১ ঘন্টা আগে | জাতীয়
ট্রাম্পের পছন্দে এফবিআই প্রধান হতে যাওয়া ভারতীয় বংশোদ্ভূতকে নিয়ে কেন এত বিতর্ক
২২ ঘন্টা আগে | পূর্ব-পশ্চিম