রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সাতবারের টানা এমপি হচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদক

সাতবারের টানা এমপি হচ্ছেন যারা

জাতীয় সংসদের কিছু কিছু আসন নির্দিষ্ট কিছু প্রার্থীর জন্য যেন অলিখিতভাবে বরাদ্দই আছে, এমনটা বলাই যায়। কারণ ওইসব আসনে হেভিওয়েট প্রার্থীরা কখনোই পরাজিত হননি। এবারও তারা ভোটের মাঠে লড়ছেন। মাঠ জরিপে দেখা যাচ্ছে, তাদের মধ্যে টানা সাতবারের মতো বিজয়ী হতে যাচ্ছেন মাদারীপুর-১ আসন থেকে নূর ই আলম চৌধুরী লিটন, জামালপুর-৩ আসন থেকে মির্জা আজম, মৌলভীবাজার-৪ আসনে উপাধ্যক্ষ আবদুস শহীদ, বান্দরবান থেকে বীর বাহাদুর উশৈসিং। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তিনি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে টানা ছয়বার নির্বাচিত হয়েছেন। প্রতিবার নির্বাচনেই তার প্রাপ্ত ভোটের সংখ্যা বেড়েছে। আজকের নির্বাচনে টানা সাতবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ ছিলেন তিনি। ১৯৯১ সালে এ আসন থেকে তিনি প্রথমবারের মতো নির্বাচিত হন। বর্তমান মেয়াদে মির্জা আজম বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি জামালপুর-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তার নির্বাচনি এলাকা জেলার সবচেয়ে পিছিয়ে থাকা মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার যোগাযোগ এবং শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটান। এই দুই উপজেলায় বহু শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে মির্জা আজমের হাত ধরে। ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এই দুই উপজেলায় তিনি তুমুল জনপ্রিয়। যে কারণে ১৯৯১ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত অনুষ্ঠিত সব নির্বাচনে তিনি সব সময়ই ছিলেন অপ্রতিরোধ্য। টানা ছয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েও তার জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি, উল্টো জনপ্রিয়তা দিন দিন যেন আরও বাড়ছে। বিশেষ করে দশম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে নিজের সংসদীয় আসন ছাড়াও জামালপুর জেলায় অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড করেছেন। তার হাত ধরে জামালপুর জেলায় ৫০ হাজার কোটি টাকারও বেশি উন্নয়ন কর্মকাণ্ড ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং চলমান আছে। বর্তমান জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন ১৯৯১ সালে উপনির্বাচনে প্রথমবারের মতো নৌকা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি টানা সংসদ সদস্য নির্বাচিত হন। আজকে বিজয়ী হলে তিনি টানা সাতবারের নির্বাচিত এমপি হবেন। তার সঙ্গে শক্তিশালী কোনো প্রার্থীও নেই। ধরেই নেওয়া যায় ‘লাকি সেভেন’-এ সাতবারের টানা এমপি হবেন তিনি। তার পিতা ইলিয়াস আহমেদ চৌধুরী ওরফে দাদা ভাই মাদারীপুর-৩ আসনে তিনবারের এমপি ছিলেন। উপাধ্যক্ষ আবদুস শহীদ। তিনি মৌলভীবাজার-৪ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে টানা ছয়বার এমপি হয়েছেন। নবম সংসদে তিনি জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব পালন করেছেন। আজকের ভোটে নির্বাচিত হলে টানা সাতবারের রেকর্ড গড়বেন তিনি। উপাধ্যক্ষ আবদুস শহীদ ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বান্দরবানের এমপি বীর বাহাদুর উশৈসিং। তিনি ১৯৯১ সালে প্রতিটি সংসদ নির্বাচনে নৌকা নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদে এসেছেন। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে নৌকা নিয়ে টানা নির্বাচিত হন। আজকের ভোটে নির্বাচিত হলে তিনি সাতবারের টানা এমপি হবেন।

 

 

সর্বশেষ খবর