সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিল দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা গত সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। শিক্ষকদের দাবির ব্যাপারে এ বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ইতোমধ্যেই পেনশনের আওতায় থাকার কারণে তাদের প্রত্যয় স্কিম থেকে প্রত্যাহারের ব্যাপারে শিক্ষামন্ত্রীসহ পেনশন সংশ্লিষ্ট কর্মকর্তারা একমত হয়েছেন। বৈঠক শেষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানান। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার প্রমুখ। শিক্ষকদের পক্ষে ১৬ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। প্রত্যয় স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের পাশাপাশি সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন- এই তিন দাবিতে ১ জুলাই থেকে টানা কর্মবিরতি করে আসছিলেন শিক্ষকরা। ড. আখতারুল ইসলাম বলেন, প্রত্যয় বাতিলের ব্যাপারে সবাই একমত হয়েছেন। বাকি দুই দাবির ব্যাপারেও ইতিবাচক আলোচনা হয়েছে। ক্যাম্পাস খোলার পরেও শিক্ষকদের কর্মবিরতি চলবে কি না- এমন প্রশ্নের জবাবে ফেডারেশন সভাপতি বলেন, এটি নিয়ে আমরা ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করে সিদ্ধান্ত নেব। পেনশন স্কিম বাতিল দাবিতে এর আগে গত ২৫, ২৬ ও ২৭ জুন বিশ্ববিদ্যালয়গুলোতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন তারা। ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। গত ১ জুলাই থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এরই মধ্যে কোটা সংস্কার দাবিতে ছাত্র আন্দোলনের উদ্ভূত পরিস্থিতিতে বর্তমানে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে।
শিরোনাম
- সৌদিতে 'রেড সি' চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলেন যারা
- নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত
- কিশোরগঞ্জ সদরে বিএনপির সভাপতি সোহেল, সম্পাদক ইসরাইল
- বগুড়ায় অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, নারীসহ গ্রেফতার ৩
- জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যকর ভূমিকা রাখবে : মেয়র শাহাদাত
- নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, সুপারভাইজারসহ নিহত ৩
- ‘আমরা আদৌ দুর্নীতিমুক্ত কিনা তা প্রকাশ্যে থাকা উচিত’
- বুড়িমারী স্থলবন্দরে অবৈধ মালামালসহ ভারতীয় ট্রাকচালক আটক
- বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনের কর্মসূচি ঘোষণা
- ডিসেম্বরের দুই সপ্তাহে এলো ১৩৮ কোটি ডলার রেমিট্যান্স
- রায়পুরে ইউএনও’র অপসারণের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মানববন্ধন
- এসএসসির ফরম পূরণের সময় আরও বাড়ল
- সিরাজগঞ্জে গভীর রাতে ডিসির কম্বল বিতরণ
- বিজয় দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা
- নির্বাচন কবে জনগণের তা জানার অধিকার আছে : তারেক রহমান
- মানিক মিয়া অ্যাভিনিউতে বিজয় দিবস কনসার্টে গাইবেন যারা!
- বেনজীর ও মতিউর পরিবারের বিরুদ্ধে ৬ মামলা
- বগুড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা গ্রেফতার
- নরসিংদী চেম্বার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৮ পরিচালক
- সারা দেশে বিআরটিএর অভিযানে পৌনে দুই লাখ টাকা জরিমানা
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
আপডেট:
শিক্ষকদের পেনশন স্কিম প্রত্যাহারে ঐকমত্য
নিজস্ব প্রতিবেদক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর