রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারি দুই গ্রুপের গোলাগুলিতে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। তার নাম সনু (৩০)। গতকাল সকাল ৮টায় এ ঘটনা ঘটে। প্রথমে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টায় মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঢামেক সূত্র জানায়, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প কলেজ গেটে মাদক কারবারিদের দুই গ্রুপের গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন সনু। সনু জেনেভা ক্যাম্পের বাবুল হোসেনের ছেলে। তার দুই ছেলে-মেয়ে রয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।