বাংলাদেশসহ সারা বিশ্বেই মেরুদণ্ডের (স্পাইন) রোগ একটি অন্যতম স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশে বয়স্ক মানুষের পাশাপাশি তরুণদেরও মেরুদণ্ডসংক্রান্ত সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মেরুদণ্ডের অপারেশন নিউরোসার্জনরা সব সময়ই করে আসছেন। আগে বড় করে কেটে এ অপারেশন করা হতো কিন্তু বর্তমানে বাংলাদেশে ‘মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি’ করা হচ্ছে। আধুনিক চিকিৎসা পদ্ধতিতে মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি বা এমআইএসএস এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ পদ্ধতিটি রোগীদের জন্য একদিকে যেমন দ্রুত নিরাময় নিশ্চিত করে, তেমন অপারেশনের জটিলতা কমায়। গতকাল ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নিউরো স্পাইন সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত ‘মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি অ্যান্ড ক্যাডাভেরিক ওয়ার্কশপ’ শীর্ষক দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনীতে বিশেষজ্ঞ ডাক্তাররা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম। বিশেষ অতিথি ছিলেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আসাদুজ্জামান, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী গোলাম মোখলেছুর রহমান ও অ্যানাটমি বিভাগের প্রধান ডা. এ এইচ এম মোস্তফা কামাল। সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ঢামেক নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও আয়োজক কমিটির চেয়ারম্যান ডা. মো. জাহিদ রায়হান। কর্মশালার প্রথম দিনে অ্যাকাডেমিক সেশনে মালয়েশিয়ার কুয়ালালামপুর হাসপাতালের কনসালট্যান্ট ডা. দিনেশ কুমারান, সিঙ্গাপুরের ট্যান টক সেং হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মার্ক ট্যান ও কনসালট্যান্ট ডা. ওয়াইনে ইয়াপ ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি হিসেবে প্রেজেন্টেশন দেন। কর্মশালায় দেড় শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন।
একটি পরিসংখ্যানের বরাতে আয়োজকরা জানান, বাংলাদেশে প্রায় ৪০-৫০ শতাংশ লোক মেরুদে র ব্যথা বা সমস্যায় ভুগছে। ৫০ বছর বা তার বেশি বয়সি ৬০-৭০ শতাংশ লোক মেরুদে র সমস্যায় ভুগছে। এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের প্রায় ১০-১৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ডিস্কের সমস্যায় আক্রান্ত হয়। ব্যাক পেইন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সাধারণ মেরুদ রোগগুলোর মধ্যে একটি। এতে শ্রমজীবী মানুষ, গাড়িচালক, বসে কাজ করা অফিস কর্মীরা বেশি আক্রান্ত হয় বলেও জানান বক্তারা।