ভারত-পাকিস্তান যুদ্ধ কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অপ্রীতিকর ঘটনা রোধে এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে টহল জোরদারসহ নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। টহলের পাশাপাশি সীমান্তে বসবাসকারী
বাংলাদেশি নাগরিকদের মাঝে সচেতনতা সৃষ্টিতেও কাজ করছে এ বাহিনী। তাদের বোঝানো হচ্ছে সীমান্তে বহিরাগত কাউকে দেখলে যেন দ্রুত বিজিবিকে খবর দেওয়া হয়। তাহলে বিজিবি দ্রুত আইনগত ব্যবস্থা নিতে পারবে। এ ছাড়া সীমান্ত এলাকায় বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্যও কাজ করছে বিজিবি। এতে স্বস্তিতে আছেন সংখ্যালঘু পরিবারের নারী-পুরুষ। এ জন্য তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির টহল অব্যাহত রয়েছে।
এদিকে সাতক্ষীরার ১৩৮ কিলোমিটার সীমান্তে সুরক্ষা ও আধিপত্য বিস্তার জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৩৩ ব্যাটালিয়ন। সীমান্ত নদী ইছামতী ও সোনাই নদীসহ স্থলভাগের তলুইগাছা, কুশখালী, ভোমরা, লক্ষ্মীদাঁড়ি, খানজিয়া, ঘোনা, গাজীপুর, পদ্মাশাঁখরা, কোমরপুর, বসন্তপুর, দেবহাটা, ভাতশালা, পদ্মশাখরা, ভাদিয়ালী কাকডাঙ্গাসহ গুরুত্বপূর্ণ এলাকায় সর্বদা সজাগ সতর্ক থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করছে বিজিবি। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে হুঁশিয়ারি জারি করে সার্বক্ষণিক টহল তৎপরতার জন্য জনবল বাড়ানো হয়েছে। সীমান্ত পরিস্থিতি মূল্যায়নের জন্য গোয়েন্দা নজরদারি বাড়িয়েছেন বিজিবি ৩৩ ব্যাটালিয়নের জওয়ানরা।
সাতক্ষীরা সদর দপ্তর ৩৩ ব্যাটালিয়ন বিজিবির উপঅধিনায়ক ক্যাপ্টেন সাদন্নান জানান, ভারত পাকিস্তানের সংঘাতের ঘটনায় সীমান্তে সুরক্ষা ও আধিপত্য বিস্তার জোরদার করা হয়েছে।