যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নির্বাচনের আগে তাকে কেন্দ্র করে একটি পিকচার বুক প্রকাশিত হতে যাচ্ছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ‘কমলা রেইজড হার হ্যান্ড’। এই বইটি শিশু-কিশোরদের অনুপ্রাণিত করার লক্ষ্যেই প্রকাশিত হবে।
বইটি প্রকাশের দায়িত্বে রয়েছে শিশুদের জনপ্রিয় প্রকাশনা সংস্থা ‘লিটল, ব্রাউন অ্যান্ড কোম্পানি*’। নির্ধারিত তারিখ অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর, প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে বইটি পাঠকদের হাতে পৌঁছাবে।
এ অনুপ্রেরণাদায়ক বইটি লিখেছেন লেখিকা ‘রাখি মিরচন্দানি’। আর এর অসাধারণ চিত্রগুলো ফুটিয়ে তুলেছেন চিত্রকর ‘সুপ্রিয়া কেলকার’। রাখি জানান, আমরা প্রায় দুই বছর ধরে কমলা হ্যারিসের ওপর ভিত্তি করে একটি বই লিখতে চেয়েছিলাম। এতে তার ১২ বছর বয়স থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত নানা গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে।প্রকাশনা সংস্থার সম্পাদক ‘সামান্থা জেন্ট্রি’ বলেন, রাখির পাঠানো ই-মেইলটি পাওয়ার পরেই আমি বুঝেছিলাম, কমলা হ্যারিসকে নিয়ে একটি পিকচার বুক তৈরি করা অত্যন্ত জরুরি। দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ শুরু করি।
বইটির আঁকিয়ে সুপ্রিয়া কেলকার বলেন, দুই সপ্তাহের কম সময়ের মধ্যে ৪০ পৃষ্ঠার ছবি আঁকতে হবে—এ নিয়ে শুরুতে দুশ্চিন্তা ছিল। তবে সাড়ে নয় দিনের মধ্যে আমি ছবিগুলো শেষ করি, প্রতিদিন মাত্র এক ঘণ্টা করে ঘুমিয়ে।
শিশু-কিশোরদের জন্য তৈরি এই বইটি শুধুমাত্র কমলার জীবনের গল্পই বলবে না, বরং তাদেরকে স্বপ্ন দেখাতে ও নিজের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে।
বিডিপ্রতিদিন/কবিরুল