১৬ জানুয়ারি, ২০২১ ২১:৪৩

দিনাজপুরের তিন পৌরসভায় বিজয়ী হলেন যারা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের তিন পৌরসভায় বিজয়ী হলেন যারা

সৈয়দ জাহাঙ্গীন আলম, মোশারফ হোসেন বাবুল ও অধ্যক্ষ আক্কাস আলী মন্ডল।

দিনাজপুরের তিন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের একজন, বিএনপির একজন এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। 

দিনাজপুর পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে মেয়র পদে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীন আলম (ধানের শীষ)। তিনি ভোট পেয়েছেন ৪৪ হাজার ৯৩৪ ভোট। তিনি বর্তমান মেয়রও। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দলীয় প্রার্থী জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ (নৌকা) পেয়েছেন ২৪ হাজার ২২৬ ভোট। 

বিরামপুর পৌরসভার নির্বাচনে বেসরকারিভাবে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী অধ্যক্ষ আক্কাস আলী মন্ডল (নৌকা)। তিনি ভোট পেয়েছেন ১৫ হাজার ৩৮৩ ভোট। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এডভোকেট নুরুজ্জামান সরকার (নারিকেল গাছ) পেয়েছেন ৮ হাজার ৬৮৬ ভোট। 

বীরগঞ্জ পৌর নির্বাচনে বেসরকারিভাবে মেয়র পদে বিজয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থী ও সদ্য বহিষ্কৃত পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ হোসেন বাবুল (মোবাইল)। তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ৯৯৩ ভোট। তিনি বর্তমান মেয়রও। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. নুর ইসলাম (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৯৪৬ ভোট। 

এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর