উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে গিয়াস উদ্দিন রুবেল ভাট, জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে এবি এম জিলানী এবং মাওলানা আব্দুল খালেক হাত পাখা প্রতীকে মনোয়নপত্র দাখিল করেছেন।
এছাড়াও বিভিন্ন সামজিক সংগঠনের ব্যানারে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়ন পত্র দাখিল করেছেন অধ্যাপক মনির আহমদ, নাসির উদ্দিন সগির, এম এ হায়দার ও মো মাসুদ উদ্দিন। কাউন্সিলর পদে ৯ ওয়ার্ডে ৫৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার দুপুরে রায়পুর উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা পৌরসভার বিভিন্ন উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন তারা।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করা ছিল।
বিডি প্রতিদিন/এমআই