নারী সহিংসতা রোধে এক হয়েছেন ১২টি দেশের সংসদ সদস্যরা (এমপি)। 'অ্যান্ডিং দ্যা সাইকেল অফ ভায়োলেন্স অ্যাগেইনস্ট গার্লস ইন এশিয়া প্যাসিফিক' শিরোনামে এক সেমিনারে এক হয়েছেন তারা।
মঙ্গলবার সকাল থেকে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে সেমিনারের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) যৌথভাবে তিন দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার বলেন, 'শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব নয়। নারী অধিকার প্রতিষ্ঠা করতে হলে সামাজিক মূল্যবোধ ও মানসিকতার পরিবর্তন আনতে হবে। নারীর প্রতি বৈষম্য দূর করতে পারলে নারীর ক্ষমতায়নকে আরও এগিয়ে নেয়া যাবে।'
তিনি আরও বলেন, ‘শিশু ও মাতৃ মৃত্যুহার আরও হ্রাস করতে হবে। পাশাপাশি শক্তভাবে প্রতিরোধ করতে হবে বাল্যবিবাহ। এ জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের কাজ করতে হবে।
ড. শিরীন বলেন, ‘সিডো সনদ, এমডিজি, পোস্ট এমডিজিসহ বিভিন্ন ঘোষণায় বিশ্বের উন্নয়নশীল দেশগুলো নারীর প্রতি সহিংসতা রোধের অঙ্গিকার করেছে।’ সেটি পূরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন আমরা সেই অঙ্গিকার পূরণ করি। নারীর অধিকার শুধু মানবাধিকার নয় এটি বিশ্বজনীন মানবাধিকারের বিষয়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রে নারী নির্যাতনের ঘটনা ঘটে পরিবারের মধ্যে এবং তার পার্টনারের মাধ্যমে। এক্ষেত্রে নারীরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। নারী নির্যাতনের বিরুদ্ধে সংসদ সদস্যরা কার্যকর ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে সবাইকে আরও সচেষ্ট হতে হবে।’
নারীর প্রতি সহিংসতা রোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, ‘নারী নির্যাতন ও সহিংসতারোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে চাইল্ড অ্যাক্ট, ডিএনএ অ্যাক্ট সংসদে পাস করা হয়েছে।’
সেমিনারে বাংলাদেশ সংসদের প্রতিনিধিত্ব করছেন হুইপ মাহবুব আরা বেগম গিনী, সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা, অ্যাডভোটেক সানজিদা খানম, মো. রুস্তম আলী ফরাজী, ফখরুল ইমাম, ডা. এনামুর রহমান, ডা. হাবিবে মিল্লাত, ফরহাদ হোসেন প্রমুখ।
সেমিনারে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১২ টি দেশের এমপি ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, জাতীয় সংসদের সিনিয়র সচিব আশরাফুল মকবুল প্রমুখ।
বাংলাদেশ ছাড়া সেমিনারে অংশগ্রহণকারী এশিয়ার দেশগুলো হচ্ছে- আফগানিস্তান, ভুটান, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া ও ভিয়েতনাম। প্যাসিফিক দেশগুলোর মধ্যে রয়েছে- কিরিবাতি, সামোয়া এবং টোঙ্গা।
সেমিনারটি আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।