আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ষড়যন্ত্র ব্যর্থ হলে বিএনপি নেত্রী নিজেই পালানোর পথ খুঁজে পাবেন না।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষমতাসীনদের পালানোর পথ খুঁজতে খালেদা জিয়ার দেয়া ‘পরামর্শের’ জবাবে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, তারা জানে যে দেশের মানুষ তাদের সঙ্গে নেই। এ কারণে শেখ হাসিনাকে উৎখাত করতে ষড়যন্ত্র করেই চলেছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, অভিনেতা এটি এম শামসুজ্জামান উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ১৪/সালাহ উদ্দীন