২০ দলীয় জোট থেকে আগে বের হয়ে আসা এনপিপির শেখ শওকত হোসেন নীলুর নেতৃত্বে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) আত্মপ্রকাশ করেই মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দিয়ে তিনি এ দাবি জানান।
শেখ শওকত হোসেন নীলু বলেন, ৫ জানুয়ারি নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার গায়ে কালিমা লেপন হয়ে আছে। তাকে এ কালিমা দূর করতে হলে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে।
শেখ হাসিনার অধীনে তারা নির্বাচনে অংশ নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন। যে নির্বাচনে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করতে পারে। সংবিধানের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। সাংবিধানিকভাবে যেকোনো ব্যক্তির অধীনেই নির্বাচন করতে প্রস্তুত তার এ জোট।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপি জোটে গণতন্ত্রের চর্চা নেই। দলের লক্ষ্য বা কর্মসূচি নির্ধারণে শরিকদের কোনো মতামত নেওয়া হয় না। জাতীয় স্বার্থ থেকে দূরে সরে গিয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ক্ষমতায় যাওয়ার রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন নিলু। এ কারণেই ২০ দলীয় জোট ছেড়ে এসে নতুন রাজনৈতিক জোট তৈরি করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তিনি।
নিলু বলেন, নবগঠিত এনডিএফ গণতন্ত্রের আদর্শ ও মূল্যবোধকে সমুন্নত রাখবে। দেশের জনগণের স্বার্থে কাজ করবে এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবেরও সমালোচনা করেন তিনি। তিনি বলেন, মির্জা ফখরুলের কারণেই বিএনপির ধান ডুবে যাচ্ছে।
বক্তব্যের শুরুতে মাওলানা আবদুল হামিদ ভাসানীকে 'মজলুম জননেতা', শেখ মজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু ও জাতির জনক' এবং জিয়াউর রহমানকে 'শহীদ রাষ্ট্রপতি' উল্লেখ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নীলু।
জোটের মহাসচিবের দায়িত্ব পেয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার।
নবগঠিত এ ১০ দলের জোটে আছে ন্যাশনাল পিপলস পার্টি (শেখ শওকত হোসেন নীলু), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি (আলমগীর মজুমদার), বাংলাদেশ মুসলিম লীগ (জোবাইদা কাদের-আতিক), ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (শেখ ন্যাশনাল আনোয়ারুল হক), জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল-জাগো দল (মালেক), লেবার পার্টি (সেকান্দর আলী), বাংলাদেশ ইসলামিক পার্টি (আবদুর রশিদ প্রধান), ইনসাফ পার্টি (শহীদ চৌধুরী), তৃণমূল ন্যাপ ভাসানী এবং ভাসানী ফ্রন্ট (মমতাজ চৌধুরী)। নব গঠিত এসব দলের মধ্যে ৫টি দল নির্বাচন কমিশন থেকে নিবন্ধনকৃত বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
নীলুর বক্তব্যের পর এনডিএফের মহাসচিব আলমগীর মজুমদার জোটের কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনের মঞ্চে মুসলিম লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোবাইদা কাদের চেৌধুরী, মহাসচিব আতিকুল ইসলাম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, মহাসচিব হাসরাত খান ভাসানী, জাগো দলের চেয়ারম্যান আবদু মালেক চেৌধুরী, লেবার পার্টির চেয়ারম্যান সেকান্দর আলী মনি,মহাসচিব আখতার হোসেন, ইসলামিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এম এ রশীদ প্রধান, ভারপ্রাপ্ত মহাসচিব এনায়েত হোসেন, এনডিপি'র চেয়ারম্যান আলমগীর মজুমদার, মহাসচিব আলী নুর মোহাম্মদ খান সাজু, এনপিপি'র মহাসচিব আবদুল হাই মণ্ডল, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী, ইসলামিক পার্টির আবদুর রশীদ প্রধান, লেবার পার্টি ইনসাফ পার্টির শহীদ চৌধুরী, জাগো দলের আবদুল মালেক চৌধুরী, মহাসচিব মিজানুর রহমান, তৃণমূল ন্যাপের চেয়ারম্যান পারভিন নাসের সুলতানা, সদস্য সচিব পরশ ভাসানী, ইনসাফ পার্টির চেয়ারম্যান শহীদ চৌধুরী, মহাসচিব মো. মহিউদ্দিন প্রমুখ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২৫ সেপ্টেম্বর, ২০১৪/ রশিদা