বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০ দলীয় জোট অটুট আছে। এ জোট থেকে একটি দলও যায়নি। লোভ ও প্রলোভনে দুই একজন চলে যেতে পারে। তবে এতে জোটের কোনো সমস্যা হবে না।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী বাস্তুহারা দলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এ সব কথা বলেন।
এ সময় মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। তাই ১৯৭১ সালের মতো ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৪/মাহবুব