৫ দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে চায়না এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে করে তিনি হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এরশাদের প্রেস সেক্রেটারি সুনীল শুভরায় তথ্যটি নিশ্চিত করে জানান, এরশাদ গত ২০ সেপ্টেম্বর চীনা কমিনিউস্ট পার্টির আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন। এ সময় তার সফর সঙ্গী ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমদ বাবলু ও দলটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৪/মাহবুব