বর্তমান মন্ত্রিসভার প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) আসতে হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে তার সম্পদ বিবরণী দাখিলের পর উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
এলডিপি চেয়ারম্যান বলেন, ‘১৯৯৬ সালে দুদকে আমার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছিল। সেই ধারাবাহিকতায় আমাকে সম্পদ বিবরণীর নোটিশ করা হয়। দেশের একজন সুনাগরিক হিসেবে আজ সম্পদ বিবরণী দাখিল করতে আমি দুদকে এসেছি।’
দুদক হয়রানি করার জন্য আপনার বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে কি না, জানতে চাইলে অলি আহমেদ বলেন, ‘এটা আমি বলতে পারছি না। আল্লাহর হুকুম হয়েছে, তাই দুদক আমাকে ডেকেছে। মন্ত্রিসভার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্যই হয়তো আমাকে দুদকে আসতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘হারাম রোজগারে আমি বিশ্বাস করি না। জাতীয় রাজস্ব বোর্ডে আমি প্রতি বছর সম্পদের হিসাব দেই, সেই সঙ্গে আয়করও প্রদান করি।’
দুদক সূত্র জানায়, এলডিপি নেতা কর্নেল (অব.) অলি আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে এ নোটিশ করা হয়েছিল। নোটিশে তার ও তার ওপর নির্ভরশীল ব্যক্তি বা ব্যক্তিবর্গের নামে-বেনামে, স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়।
প্রসঙ্গত, চলতি মাসের মাঝামাঝি সময়ে দুদকের উপ-পরিাচলক গোলাম ফারুক সম্পদ বিবরণী দাখিলের এ নোটিশ করেন।
বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৪/মাহবুব