ডাকাতির টাকা ভাগবাটোয়ারার জের ধরে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে একই পরিবারের ৪ জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান তার বাসভবনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
এর আগে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৬ জনকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার ছয়জনের মধ্যে পাঁচজনের নাম জানিয়েছে পুলিশ। এরা হলেন-জনি, সিএনজি সুমন, নাসির, আফসানা ও ডাকাত সুমন। মুন্সীগঞ্জের শ্রীনগর ও গাজীপুরের মির্জাপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার জানান, ডাকাত সুমনের মোটরসাইকেল চুরি, নবাবগঞ্জের চুরাইন বাজারে দোকান ডাকাতির লুণ্ঠিত মালামাল ভাগবাটোয়ারা, ডাকাত সুমনের প্রথম স্ত্রী ও জনির স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের জের ধরে নিহত সাজুর সঙ্গে আসামিদের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে সাজুসহ পরিবারের চারজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২৬ সেপ্টেম্বর, ২০১৪/এ্যানি