হঠাৎই শৈত্যপ্রবাহের কবলে দেশ। এক দিনের ব্যবধানে দেশের কোন কোন স্থানে তাপমাত্রা ৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। শনিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা হয়েছে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা আরও দু-তিনদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, এক দিন আগে তা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দেশের বিভিন্ন স্থানে গত দু'দিন ধরে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চললেও আপাতত তীব্র শৈত্যপ্রবাহ আসার কোন সম্ভাবনা নেই বলে আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে। তবে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ আরও দু-তিন দিন অব্যাহত থাকতে পারে।
রবিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও সীতাকুণ্ড অঞ্চলসহ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে মাঝারি ও তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।
গত ২৩ ডিসেম্বর (৯ পৌষ) সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এরপর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। গত সপ্তাহে বৃষ্টিপাতের পর ফের শীত জেকে বসে।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ