মানি লন্ডারিংয়ের দুই মামলায় বিচারিক আদালতে অভিযোগ গঠনের বিরুদ্ধে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যানের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত পৃথক আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
নিম্ন আদালতে মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে গত ১৭ নভেম্বর আবেদন করেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন আপিল করেন। সেদিনই আপিলের গ্রহণযোগ্যতার শুনানি শেষে আদালত আজ ২৪ নভেম্বর আদেশের দিন ধার্য্য করেন।
আদালতে ডেসটনির দুই কর্মকর্তার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আজমালুল হোসেন কিউসি, সঙ্গে ছিলেন আইনজীবী এ বি এম সিদ্দিকুর রহমান খান। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
ডেসটিনির অর্থ আত্মসাৎ ও পাচার-সংক্রান্ত দুটি মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালকসহ ৫৩ জনের বিরুদ্ধে ২৪ আগস্ট অভিযোগ গঠন করেন বিচারিক আদালত। এরপর এই দুজন হাইকোর্টে আপিল করেন।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ২৩ কর্তাব্যক্তির বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। ২২ মাস পর ২০১৪ সালের ৪ মে দাখিল করা অভিযোগপত্রে আসামি করা হয় ৫৩ জনকে। ৪ হাজার ১১৮ কোটি টাকা আত্মসাৎ এবং এর মধ্যে ৯৬ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
বিডি প্রতিদিন/ ২৪ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৯