আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। দুই দেশের মধ্যে সন্ত্রাস বিরোধী সহযোগিতা বৃদ্ধি, গোয়েন্দা তথ্য বিনিময়, সীমান্তে পাচার রোধসহ একাধিক বিষয় নিয়ে দিল্লিতে শুরু হতে যাচ্ছে এই বৈঠক। দুই দিনব্যাপী এই বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির স্বরাষ্ট্রসচিব রাজীব মেহরিষি এবং বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র সচিব মোজ্জামেল হক খান।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর, ভারতীয় উপমহাদেশে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর তৎপরতা বৃদ্ধি, সাম্প্রতিককালে বাংলাদেশ ও ভারতের কয়েকটি রাজ্যে 'জেহাদি' সংগঠনের উপস্থিতি এবং তা দমন করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার- প্রধানত সেই সব বিষয়েই দুই পক্ষের মধ্যে মতবিনিময় হবে।
ভারত-বাংলাদেশ উন্মুক্ত সীমান্ত দিয়ে গবাদি পশু, মাদক ও অস্ত্র পাচারের মতো অপরাধগুলো রোধের উপায় খুঁজে বের করতেও দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হতে পারে।
ভারতের মাটিতে লুকিয়ে থাকা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি এবং যুদ্ধাপরাধীদের ধরতেও বাংলাদেশের তরফে ভারতের ওপর চাপ সৃষ্টি করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
এর পাশাপাশি গত ১ জুলাই ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনার তদন্তের অগ্রগতির বিষয়েও দুই দেশের মধ্যে তথ্য বিনিময়ের সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি জেএমবি জঙ্গি সন্দেহে কলকাতায় আটক কয়েকজনকে জেরাও করেছে এনআইএ এবং র্যাবের গোয়েন্দারা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ