প্রথম অধিবেশন শুরুর মাধ্যমে একাদশ জাতীয় সংসদের অভিযাত্রা হচ্ছে আজ বুধবার। এ উপলক্ষে উৎসবের আমেজ তৈরি করতে ফুলের টব দিয়ে সাজানো হয়েছে সংসদ লবি। নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সংবিধান অনুযায়ী আজকের অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নির্বাচিত হবেন একাদশ সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার।
আজ সংসদ সদস্য ছাড়াও অধিবেশনে আমন্ত্রিত হয়েছেন প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, দেশি-বিদেশি কূটনীতিক, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং ভিআইপিদের আত্মীয়স্বজন। সংসদের আইন শাখা সূত্র জানায়, বিদায়ী দশম সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি চৌধুরীর সভাপতিত্বে আজ বিকাল ৩টায় শুরু হবে অধিবেশন। শুরুতেই নির্বাচিত হবেন একাদশ সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। এরপর অধিবেশন কিছু সময় মুলতবি রাখা হবে। এ সময়ে সংসদে অবস্থানরত রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। পরে নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে আবারও অধিবেশন শুরু হবে। নতুন স্পিকার সংসদে সৈয়দ আশরাফুল ইসলামসহ অন্যদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করবেন। বিদ্যমান সংসদের কোনো সদস্য মারা গেলে শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে অধিবেশন মুলতবি করার রেওয়াজ রয়েছে। তবে রাষ্ট্রপতির ভাষণের সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সৈয়দ আশরাফের সম্মানে কিছু সময়ের জন্য অধিবেশন মুলতবি রেখে এরপর আবার সংসদেও বৈঠক শুরু হবে।
এ সময় স্পিকার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ভাষণ দেওয়ার জন্য আহ্বান জানানো হবে। রাষ্ট্রপতির ভাষণের পর রেওয়াজ অনুযায়ী স্পিকার অধিবেশন মুলতবি করবেন। এছাড়া এই অধিবেশন উত্থাপিত হবে দশম সংসদের শেষ অধিবেশনের পর ইতিমধ্যে রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশগুলো।
দশম সংসদের মতো একাদশ সংসদেও প্রধান বিরোধী দলের আসনে বসছে জাতীয় পার্টি (জাপা)। তবে এবার রওশন এরশাদের পরিবর্তে বিরোধীদলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে অসুস্থতার কারণে বিদেশে চিকিৎসাধীন থাকায় সংসদের বিরোধীদলীয় নেতা প্রথম অধিবেশনে যোগদিতে পারবেন না বলে জানা গেছে। অবশ্য বিরোধী দলের উপনেতা ও পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান জি এম কাদের ও বিদায়ী সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা সংসদে যোগ দেবেন।
এদিকে দশম সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী আবারও স্পিকার নির্বাচিত হতে পারেন বলে জানা গেছে। রংপুরে নির্বাচনী জনসভায়ও এমন ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেপুটি স্পিকার হতে পারেন সাবেক হুইপ অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার। সংসদ সচিবালয়ের আইন শাখা জানায়, সংসদের এই অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং বিভিন্ন সংসদ কমিটি গঠন করা হবে। সাধারণত সংসদের প্রথম অধিবেশন অনেক কার্যদিবস পর্যন্ত চলে। সংসদের কার্য-উপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ দলীয়ভাবে জয় পেয়েছে ২৫৭টি আসনে। আর দলটি মহাজোটগতভাবে পেয়েছে ২৮৮ আসন। গত ৩ জানুয়ারি এমপিরা শপথ নিয়েছেন। বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট জিতেছে আটটি আসনে। তাদের কেউ এখন পর্যন্ত শপথ গ্রহণ করেননি। দশম সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হয়েছে ২৮ জানুয়ারি। দশম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ২০১৪ সালের ২৯ জানুয়ারি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম