Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৬ এপ্রিল, ২০১৯ ১৬:৪৯

কাউন্সিলে মোকাব্বির, নেতাকর্মীদের অসন্তোষ

অনলাইন ডেস্ক

কাউন্সিলে মোকাব্বির, নেতাকর্মীদের অসন্তোষ

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেয়া মোকাব্বির খান গণফোরামের বিশেষ কাউন্সিলে অংশ নিয়েছেন। এতে সম্মেলনস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা গেছে।

মোকাব্বির খানের মঞ্চে বসা নিয়ে দলের কাউন্সিলরদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। গ্যালারিতে বসা নেতাকর্মীরা তার প্রতি অশালীন ভাষা প্রয়োগ করেন।

শুক্রবার সকাল ১০টায় মহানগর নাট্যমঞ্চে এই সম্মেলন শুরু হয়। সম্মেলন শুরুর কিছুক্ষণ পর তাতে যোগ দেন দলটির প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান। সম্মেলন মঞ্চে দলের সভাপতি ড. কামালের সারিতেই বসে আছেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে জয় পাওয়া পান গণফোরাম নেতা মোকাব্বির খান।  দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে গত ২ এপ্রিল এমপি হিসেবে শপথ নেন। 

এরপর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। গত ৫ এপ্রিল তিনি দলীয় প্রধান ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করতে গেলে ক্ষুব্ধ কামাল হোসেন তাকে সেখান থেকে বের হয়ে যেতে বলেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন


আপনার মন্তব্য