১১ নভেম্বর, ২০২৩ ১৩:২৩

কানাডায় ‘কারার ঐ লৌহকপাট’ রিমেক ভার্সনের প্রতিবাদ

কানাডা প্রতিনিধি

কানাডায় ‘কারার ঐ লৌহকপাট’ রিমেক ভার্সনের প্রতিবাদ

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহকপাট’ গানটির রিমেক ভার্সন ‘পিপ্পা’ ছবিতে গাওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই কাজী নজরুল ইসলামের সুর বিকৃত করার অভিযোগ উঠেছে এ আর রহমানের বিরুদ্ধে। তাই গানটি বয়কটের দাবি জানিয়েছে কানাডার প্রবাসী বাঙালিরা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

কালজয়ী বাংলা গান নিয়ে এ কাটাছেঁড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার ক্যালগেরির কমিউনিটি ব্যক্তিত্ব শান্তনু বণিক। তিনি বলেন, এ আর রহমানের এটা একটা অপদার্থ প্রয়াস, এটা তার সারাজীবনের স্বর্ণময় ক্যারিয়ারে চরম ব্যর্থতা, অবহেলা আর অজ্ঞতার প্রতীক হয়ে থাকবে, এটুকুই যথেষ্ট।

কলামিস্ট উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান বলেন, গানটি বাংলাদেশের স্বাধীনতার মতো বিষয়ের সাথে জড়িত, যা শুনলে আমাদের মহান বিপ্লবীদের প্রতি মাথা নত হয়ে আসে। এ আর রহমানের মতো শিল্পীর কাছ থেকে এটা আশা করা যায় না।

এ ছাড়াও কানাডায় বসবাসরত বিভিন্ন শিল্পী ও সংগঠন গানটির রিমেক ভার্সনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

বিড প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর