মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সুপারস্টারের ছেলে যখন সুপারস্টার

ক্রীড়া প্রতিবেদক

সুপারস্টারের ছেলে যখন সুপারস্টার

ওয়েস্ট ইন্ডিজের সুপারস্টার ছিলেন শিবনারাইন চন্দরপল। এখন তার ছেলে তেজনারাইন চন্দরপলও সুপারস্টার হয়ে গেছেন। গতকাল উইন্ডিজের জার্সিতে নিজের তৃতীয় ম্যাচেই ডাবল সেঞ্চুরি করেছেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে হার না মানা ২০৭ রানের ইনিংস খেলেছেন। তার ইনিংসে ছিল ১৬ বাউন্ডারির সঙ্গে ৩ ছক্কা।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটও খেলেছেন ১৮২ রানের ইনিংস। উদ্বোধনী জুটিতে আসে ৩৩৬ রান। ক্যারিবীয়রা নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো তিন শতাধিক রানের উদ্বোধনী জুটি পেল। এর আগে টেস্টেও উদ্বোধনী জুটি সর্বোচ্চ রান ছিল ২৯৮। গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্স মিলে ১৯৯০ সালে ইংল্যান্ডের রেকর্ড জুটি গড়েছিলেন। সেই রেকর্ড এবার ভাঙলেন চন্দরপল ও ব্রাথওয়েট মিলে। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৪৪৭ রান করে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের লেগ স্পিনার ব্রেন্ডন মাভুতা একাই নিয়েছেন ৫ উইকেট।

সর্বশেষ খবর