অলিম্পিকে হিজাব নিষিদ্ধ হওয়ায় ফ্রান্সের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ান মুসলিম নারী বক্সার টিনা রাহিমি। সরকারের নিষেধাজ্ঞার কারণে ফ্রান্সের যোগ্য নারী অ্যাথলেটরাও অলিম্পিকে খেলতে পারছেন না। বিষয়টি টিনাকে আঘাত করেছে। নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে তার অনুভূতি জানিয়ে লিখেছেন, ‘নারীদের অধিকার আছে তার কেমন পোশাক পরবেন, তা পছন্দ করার। হোক সেটা হিজাব। এখানে কেন নিষিদ্ধ হওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে তা মানতে পারছি না। হিজাবের ক্ষেত্রে কেন এত আপত্তি তা আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কাছে জানতে চাই।’