ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর সবচেয়ে জমজমাট টি-২০ লিগ বিগব্যাশ। অস্ট্রেলিয়ার টি-২০ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগব্যাশের ১৪তম আসর শুরু ১৫ ডিসেম্বর এবং ফাইনাল ২৭ ডিসেম্বর। বিগব্যাশ খেলার জন্য নাম জমা দিয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন একজন নারী ক্রিকেটার জাহানারা আলম। পুরুষদের লিগে নয়জন। সোমবার ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফট। গতকাল ড্রাফটের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া লিগ কর্তৃপক্ষ। পুরুষ তালিকায় ৪৩২ এবং নারী তালিকায় রয়েছেন ১৬১ ক্রিকেটার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তারকাবহুল এ ড্রাফটে রয়েছেন বাংলাদেশের হাসান মাহমুদ, জাকের আলি, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। এ নয় ক্রিকেটারের কেউই বাইরের কোনো লিগ খেলেননি। যদিও কানাডার গ্লোবাল টি-২০ লিগ খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ ও সাইফউদ্দিন। কিন্তু ভিসা জটিলতায় খেলতে পারেননি। বিগব্যাশে খেলেছেন সাকিব আল হাসান।
পুরুষ ক্রিকেটারদের মধ্যে লেগস্পিনার রিশাদ, ওপেনার তানজিদ ও পেসার তানজিম ৬ থেকে ৯টি ম্যাচ এবং পরে ফাইনালের জন্য নাম জমা দিয়েছেন। বাকি ৬ ক্রিকেটার হাসান, জাকের, সাইফউদ্দিন, রনি, শামীম ও তাইজুল পুরো টুর্নামেন্টের জন্যই ড্রাফটে নাম লিখেছেন। জাহানারাও পুরো টুর্নামেন্টের জন্য ড্রাফটে নাম দিয়েছেন। এর আগে নারী ক্রিকেটারদের মধ্যে রুমানা আহমেদ বিগব্যাশে অংশ নিয়েছিলেন।