এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশের ছেলেরা। গতকাল কম্বোডিয়া নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে। কম্বোডিয়ার পক্ষে জয়সূচক গোলটি করেন থাচ দারো। বাছাইপর্বে বি গ্রুপে বাংলাদেশ এরপর খেলবে ফিলিপাইন (২৩ অক্টোবর), ম্যাকাও (২৫ অক্টোবর) এবং আফগানিস্তানের (২৭ অক্টোবর) সঙ্গে।