সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে পুরান ঢাকায় বিভিন্ন সড়কে আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নিয়েছে।
রবিবার পুরান ঢাকার বিভিন্ন সড়ক ও অলিগলি ঘুরে এ চিত্র দেখা যায়।
সরেজমিন দেখা যায়, পুরান ঢাকায় দুপুরের পর থেকে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ-সময় নেতাকর্মীরা লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে একটু পর পর মিছিল করছেন।
এছাড়া পুরান ঢাকার বাংলা বাজার, লক্ষ্মী বাজার, শাঁখারি বাজার, রায়সাহেব বাজার, তাঁতি বাজার, নয়া বাজারসহ সব সড়কে নেতাকর্মীরা বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে সর্তক অবস্থানে রয়েছে।
এর আগে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিকাল ৫টায় নেতাকর্মীদের সড়কে সরব উপস্থিতি দেখা যায়।
বিডি প্রতিদিন/আরাফাত