সুইজারল্যান্ডের টেকনোলজি ব্র্যান্ড লজিটেক বাংলাদেশের বাজারে ব্লুটুথ মাউস ‘এম১৯৬’ নিয়ে এসেছে। কম্পানিটির তৈরি ব্লুটুথ ফিচারের মাউসের মধ্যে এইটিই সবচেয়ে কম দামের।
মাউসটি একটানা ১২ মাস পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে সক্ষম। রাজধানীর বনানীতে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মডেলের এই মাউস উন্মোচন করা হয়।
এটি গ্রাফাইট, অফহোয়াইট ও রোজ রঙে দেশের বাজারে পাওয়া যাবে। লজিটেকের অনুমোদিত পরিবেশকের মাধ্যমে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ