নাশতার সঙ্গে লটারি কিনে মিলিয়নিয়ার বনে গেলেন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক ফুটবলপ্রেমী। ইউএসএ টুডে জানিয়েছে, লটারির ফলাফল ঘোষণার পরই ওই ব্যক্তি জানতে পারেন, তিনি জিতে গেছেন বিশাল অঙ্কের ১০ লাখ মার্কিন ডলারের পুরস্কার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৯২ লাখ টাকা)।
সাউথ ক্যারোলাইনার লোকান্ট্রি এলাকার বাসিন্দা এই ফুটবলপ্রেমী খেলা দেখার জন্য টেলিভিশনের সামনে বসে উপভোগ করার প্রস্তুতি নিচ্ছিলেন। নাশতা কেনার জন্য স্থানীয় একটি দোকানে গিয়ে পাওয়ারবল লটারির টিকিটও কিনে ফেলেন। কিন্তু সেই মুহূর্তে তিনি ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেননি, একটি টিকিট তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। যদিও ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
পাওয়ারবল লটারির ড্রয়ের পর তিনি জানতে পারেন, তার টিকিটের নম্বরগুলো ড্রয়ের প্রথম পাঁচটি নম্বরের সঙ্গে মিলে গেছে। নম্বরগুলো ছিল ২-১২-৪৬-৫২-৬৫। সাউথ ক্যারোলাইনা এডুকেশন লটারি কর্তৃপক্ষকে নিজের জয়ের খবর জানিয়ে তিনি বলেন, এটা একদম বুনো উন্মাদনার মতো ছিল।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রায় সব অঙ্গরাজ্যে পাওয়ারবল লটারির টিকিট বিক্রি হয়। মাল্টি-স্টেট লটারি অ্যাসোসিয়েশন এই লটারির কার্যক্রম পরিচালনা করে। প্রতি বছর অসংখ্য মানুষ তাদের ভাগ্য পরীক্ষা করতে এই লটারি টিকিট কেনেন। তবে এত বড় পুরস্কার জেতা সবসময়ই বিরল।
বিডি-প্রতিদিন/শআ