ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন (বরিশাল) অনুষ্ঠিত হয়েছে। শনিবার বরিশালের হোটেল গ্র্যান্ড পার্কে সম্মেলনটি হয়। দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
সম্মেলনে পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মোঃ জুলকার নায়েন সহ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান, খুলনা ও শরীয়তপুরের আঞ্চলিক ব্যবস্থাপকরা, খুলনা ও শরীয়তপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা, অপারেশন্স ম্যানেজাররা এবং উপশাখা ব্যবস্থাপকরা অংশ নেন।
এসময় চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ন্যাশনাল ব্যাংকের হারানো গৌরব পুনরুদ্ধারে সকল স্তরের কর্মীদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান। তিনি বিশেষভাবে শ্রেণীকৃত ঋণ আদায়, নতুন আমানত সংগ্রহ এবং গ্রাহক সেবার মানোন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন।
অন্যদিকে, ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান তার বক্তব্যে শাখাগুলোকে রেমিটেন্স গ্রাহকদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি সকল গ্রাহকের কাছে নতুন ও আকর্ষণীয় ডিপোজিট পণ্য পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ