খুলনায় বিজয় উল্লাসে পথে নেমেছে হাজার হাজার শিক্ষার্থী-জনতা। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে উল্লাসে মেতেছে খুলনার মানুষ। সোমবার (৫ আগষ্ট) বিকাল তিনটার পর থেকে হাজার হাজার মানুষ সড়কে নেমে আসে। অনেকে পরিবার-পরিজন নিয়ে আনন্দ মিছিলে যোগ দেয়। তারা নগরীর শিববাড়ি মোড়ে জড়ো হয়ে বিজয় স্লোগান দিতে থাকে। আনন্দ উদযাপনে গান গাইতে দেখা যায় তরুণ-তরুণীদের। তাদের হাতে ও মাথায় ছিল জাতীয় পতাকা। ছবি তুলে সেলফি তুলে বিজয়ের সাক্ষী হয়েছেন অনেকে।
অপরদিকে বিজয় উল্লাসের পাশাপাশি বিভিন্ন স্থানে লুটপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খুলনায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের বাড়ি, বিভিন্ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের বাড়ি, প্রেস ক্লাব, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, সিটি করপোরেশনের ওয়ার্ড কার্যালয় ভাঙচুর লুটপাট হয়েছে। এছাড়া কয়রায় গুলিবর্ষণ ও রূপসায় বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/হিমেল