দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ বিভিন্ন গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীর উপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিতে গাজীপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা এ সমাবেশের আয়োজন করেন।
গাজীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের গাজীপুর জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম।
বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি শাহ্ শামসুল হক রিপন, সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো. মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক মুক্ত বলাকার সম্পাদক মো. আলমগীর হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক দৈনিক খবর প্রতিনিধি মো. রুহুল আমিন সজিব, সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক শরীফ আহমেদ শামীম, প্রেসক্লাবের সহসভাপতি মো. রেজাউল বারী বাবুল, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি রিপন আনসারী, নিউজ টুয়েন্টিফোর চ্যানেলের মো. জাহাঙ্গীর আলম, কালের কণ্ঠের কালিয়াকৈর প্রতিনিধি মাহবুব হোসেন মেহেদী, বাংলাদেশ প্রতিদিনের টঙ্গী প্রতিনিধি আফজাল হোসেন, বাংলাদেশ প্রতিদিনের শ্রীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান আকন্দ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে দেশ রূপান্তরের গাজীপুর প্রতিনিধি ও গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সময়ের কণ্ঠসরের ভারপ্রাপ্ত সম্পাদক পলাশ চন্দ্র মল্লিক, গাজীপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাসমত আলী, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন বাবুল, কোষাধ্যক্ষ মো. মিল্টন খন্দকার, মানব কণ্ঠের শামসুল হক ভূঁইয়া, বাংলানিউজ টোয়েন্টিফোরের স্টাফ করেসপন্ডেন্ট মো. রাজীব সরকার, সাংবাদিক জহিরুল ইসলাম, হাসিব খান, মো. মাসুদ রানা, মাহমুদুল হাসান, সাংবাদিক মো. শাহিন, মো. শহিদুল ইসলাম, এম রানা, সাব্বির আহমেদ রুবেল, মো. বায়েজিদ হোসেন, হাবিবুর রহমান হাবিব, আলহাজ হোসেন, শফিকুল ইসলাম জিতু, কাজী মো. আব্দুল মান্নান, মো. রেজাউল করিম, নুরুল ইসলাম সবুজসহ গাজীপুর জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই