বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আজকে বেশি লাফালাফি যারা করছেন, তাদের কাছে একটি কথাই বলবো, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৫টি বছর রক্ত দিয়েছি, জেল খেটেছি, আমাদের নেত্রী প্রায় ৬ বছর জেলখানায় ছিলেন। সে কারণে ধৈর্য ধরতে হবে। বদনাম হয় এমন কাজ করা যাবে না। যদি কেউ করে, আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, তাকে ধরে পুলিশে দিতে হবে। আমাদের নেতা বলেছেন গণতন্ত্রের সংগ্রাম এখনও শেষ হয়নি। যেদিন ভোট হবে, ভোটের মধ্য দিয়ে মানুষ ভোট দিতে পারবে, তার পছন্দের প্রার্থীকে তার পক্ষে ভোট দিতে পারবেন, সেদিন আমরা বুঝবো দেশে গণতন্ত্রের সু-বাতাস বইবে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, এক সময় আওয়ামী লীগ বলতো বিএনপির নেতা কে? আমরা যদি আজকে বলি আওয়ামী লীগের নেতা কে? আওয়ামী লীগের কোনো নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না।
গণতন্ত্র দিবস উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। মঙ্গলবার বিকালে নগরীর আলুপট্টি মোড়ে এ সমাবেশ করে বিএনপি।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, কেন্দ্রীয় নেতা শফিকুল হক মিলন, মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা প্রমুখ।
সমাবেশের বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত