গাজীপুরে সোমবার রাতে বাসচাপায় এক বৃদ্ধা (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত লোকজন ঘাতক বাসে অগ্নিসংযোগ করে। ঘটনার পরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর গাছা থানাধীন বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই যাত্রীবাহী বাসটি গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বোর্ডবাজারের লবঙ্গ রেস্টুরেন্টের সামনে বাসটি এক নারীকে ধাক্কা দেয়। এসময় বাসের সঙ্গে আটকে গেলে তাকে টেনে হিঁচড়ে কিছুদূর নিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এসময় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং বাসটির চালক ও হেলপারকে গণধোলাই দেয়।
পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহীম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার ও বাসটি জব্দ করেছে। এছাড়া গণধোলাইয়ে আহত বাসের চালক ও হেলপারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শআ