রাজশাহী মহানগরীর লালন শাহ মুক্তমঞ্চ এলাকা থেকে পুলিশের লুট হওয়া দুইটি অস্ত্র উদ্ধার করেছে বোয়ালিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত ১২ টার দিকে অস্ত্র দুইটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, মুক্তমঞ্চের কাছে অস্ত্র দুইটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে অস্ত্র দুইটি উদ্ধার করে।
তিনি আরও জানান, অস্ত্র দুইটি পুলিশের ব্যবহার করা, যা ৫ আগস্টে লুট করা হয়েছিল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ