নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনৈতিক তৎপরতায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর কলাবাগান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশাতা ইকবাল নদীসহ সংগঠনটির ৪ কর্মীর দুদিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।
রবিবার দুপুরে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা ৪ আসামির ৭ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি নিশীতা ইকবাল নদী ছাড়াও অন্য আসামিরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলফাতারা কাজল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী হাসান ইমাম শোভন ও ছাত্রলীগ কর্মী শোভন মজুমদার।
এর আগে গত শনিবার রাতে নদীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন