মা ইলিশ রক্ষায় বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গত চার দিনে ৪৯ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৩ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বরিশাল বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবর রাত পর্যন্ত বরিশাল বিভাগে ৪৫৫টি অভিযান চালানো হয়েছে। পাশাপাশি ১৪৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে দুই হাজার ৫৭০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়াও দুই কোটি ৬১ লাখ ৮০ হাজার ৬০০ টাকা মূল্যের ১১ লাখ ৪০ হাজার ৬০০ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। নৌকাসহ উদ্ধার করা সরঞ্জাম নিলামে বিক্রি করে জমা করা হয়েছে ৩৯ হাজার ৫০০ টাকা।
বিডি প্রতিদিন/এমআই