চলতি আগস্ট মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাসের দাম ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর অটোগ্যাস লিটারপ্রতি ৬৩ দশমিক ২১ টাকা বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। নতুন এ দাম গতকাল সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। এর আগে বিকাল ৩টায় নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান নুরুল আমিন। গত জুলাইয়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম ছিল ১ হাজার ৩৬৬ এবং অটোগ্যাসের লিটার ছিল ৬২ দশমিক ৭০ টাকা।
এলপি গ্যাসের আমদানি মূল্য কিছুটা বেড়ে যাওয়ায় কেজিপ্রতি প্রায় ১ টাকার মতো বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিইআরসি। আমদানিনির্ভর এ জ্বালানির দাম সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দামকে ভিত্তিমূল্য হিসেবে ধরা হয়। সৌদির দাম ওঠানামা করলে ভিত্তিমূল্য ওঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে।