পদত্যাগ করলেন শেয়ারবাজার নিয়ন্ত্রকসংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর গতকাল তিনি ইমেইলে পদত্যাগপত্র পাঠান। খবর সংশ্লিষ্ট সূত্রের।
তবে পদত্যাগ না করলে তাকে অপসারণের বিষয়টি আগেই সরকারের একটি সূত্র নিশ্চিত করেছে। সিদ্ধান্ত নেওয়া হবে অন্যান্য কমিশনারদের ব্যাপারেও। ইতোমধ্যে প্রাথমিক বার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ বিএসইসিকে পুরোপুরি ঢেলে সাজানো হচ্ছে।
পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক : নিয়োগ পাওয়ার ১৮ দিনের মাথায় পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক হারুন-উর-রশীদ আসকারী। সরকার পতনের পর সৃষ্ট পরিস্থিতি ও ব্যক্তিগত কারণে গতকাল তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। মহাপরিচালকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ।
এ বিষয়ে সদ্য সাবেক হওয়া এই মহাপরিচালক বলেন, পদত্যাগপত্রটি যথাযথ মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আগামীকাল (আজ) রবিবার হয়তো পদত্যাগপত্রটি গ্রহণ করে পরবর্তী করণীয় ঠিক করবে মন্ত্রণালয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ বলেন, আমাকে দুপুরের পর তিনি (হারুন-উর-রশীদ আসকারী) ফোনে জানিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন। পদত্যাগপত্রটি আমার দপ্তরে এসেছে কিনা- তা চেক করে বলতে হবে।