রাজধানীতে গতকাল ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এ বৃষ্টিতে নিমজ্জিত হয় ঢাকার অনেক এলাকা, অনেক সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতার। এ ছাড়া দেশের নয়টি অঞ্চলে আরও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। গতকাল আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, মূলত ঢাকা ও রাজশাহী বিভাগে বেশি বৃষ্টি হচ্ছে। শুক্রবার পর্যন্ত এ অবস্থা বিরাজ করতে পারে।