রাজধানীর যাত্রাবাড়ীতে মোবাইল চুরির অভিযোগে এক ব্যক্তিকে হাত বেঁধে পিটিয়ে রাস্তায় ফেলে রাখা হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৪৫ বছর। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. মাসুদ আলম জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে ওই ব্যক্তি মারা যান। নিহতের লাশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
উদ্ধারকারী জিহাদ বলেন, ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়। পরে বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়।