ডেঙ্গু জ্বরে আক্রান্তে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২৯ জন। এ বছর ডেঙ্গুর থাবায় প্রাণ হারিয়েছেন ১৪১ জন, আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৩৮৪ জন। ডেঙ্গু প্রতিরোধে গতকাল সারা দেশে ৮ হাজার ৩৮০টি মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানা যায়, গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮২৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫২ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫৮ জন। এ ছাড়া বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭২ জন, খুলনা বিভাগে ৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, রংপুর বিভাগে ২৩ জন।
সারা দেশে এক দিনে ৮ হাজার ৩৮০টি মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে। দেশের ১২টি সিটি করপোরেশনে ৮ হাজার ১০৫টি এবং পৌরসভায় ২৭৫টি মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে। চলতি মৌসুমে ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবিলায় মশক নিধন অভিযানে সব সিটি করপোরেশন ও ঝুঁকিপূর্ণ পৌরসভায় ২ হাজার ৭১০ জন মশককর্মী কাজ করছেন।