মহান ভাষা আন্দোলনের সৈনিক অধ্যাপক আবদুল গফুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ছেলে সাংবাদিক তারেক আল বান্না জানান, তাঁর বাবা গতকাল দুপুর ২টা ৪৩ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
সুপন্ডিত, সদালাপী ও জ্ঞানপ্রসারণে নিবেদিতপ্রাণ আবদুল গফুরের জন্ম ১৯২৯ সালের ১৯ ফেব্রুয়ারি রাজবাড়ী জেলার দাদপুর গ্রামে। ১৯৫২-এর ভাষা আন্দোলনের মুখপত্র ‘সৈনিক’-এর সম্পাদনার জন্য তিনি সুখ্যাত। দীর্ঘ কর্মময় জীবনের এক পর্যায়ে তিনি ছিলেন দৈনিক ইনকিলাবের ফিচার সম্পাদক। ম্যাট্রিকুলেশন ও ইন্টারমিডিয়েট পরীক্ষায় মেধা তালিকার শীর্ষে থাকাদের অন্যতম আবদুল গফুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বন্ধ করে দিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। অত্যন্ত সাদা মনের গুণী মানুষ অধ্যাপক আবদুল গফুর দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম এবং ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সদরুল হাসান ও সম্পাদক শফিউল আলম দোলন পৃথক বিবৃতিতে অধ্যাপক আবদুল গফুরের মৃত্যুতে শোক প্রকাশ করেন।