গত বছর ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে পুলিশের গুলিতে আহত বগুড়ার হাফিজার রহমানের চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের তত্ত্বাবধানে বিএনপি মিডিয়া সেলের বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ গুলিবিদ্ধ হাফিজার রহমানের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি পরিবারের সদস্য মুসতাকিম বিল্লাহ, বগুড়া জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান শাকিল, শিশুবিষয়ক সম্পাদক শামীম রেজা শামীম, নামুজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রাসেল মামুন প্রমুখ।