বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, সামনে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় দুর্গোৎসব দুর্গাপূজা। হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসবের পূজামণ্ডপ ও তাদের কার্যক্রমে আওয়ামী লীগ কিংবা তাদের কোনো দুষ্কৃতকারী, অনুপ্রবেশকারী যাতে কোনো প্রকার ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে প্রত্যেকটি পূজামণ্ডপে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পাহারায় থাকবেন। তাদেরকে সহায়তা করা আমাদের নৈতিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব।
গতকাল বিকালে রাজধানীর পল্লবী থানা যুবদলের উদ্যোগে রূপনগরের আরামবাগ ও চলন্তিকার মোড়ে অসহায় বিপন্ন মানুষের মাঝে ৫০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রাণ সামগ্রীর মধ্যে প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাউল, ১ কেজি আলু, ১ কেজি মুসরি ডাল, ১ লিটার সোয়াবিন তেল ও ১ কেজি পিঁয়াজ। এর আগে দুপুরে আমিনুল হক পল্লবীতে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ করেন। কেন্দ্রীয় ছাত্রদল নেতা সাজিদ আহমেদ সুমনের তত্ত্বাবধানে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় বিএনপির নেতারা অংশ নেন।