চট্টগ্রামের পটিয়া উপজেলায় সুজন মিয়া নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- কুসুমপুরা ইউনিয়নের জয়নাল হাবিবের ছেলে রায়হান হাবিব (১৯) ও একই এলাকার মৃত আবু বক্করের ছেলে আবু সাঈদ (২৫)। বুধবার উপজেলার শান্তিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, চোর সন্দেহে পিটিয়ে সুজন মিয়া নামের এক যুবককে হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত ১ অক্টোবর মঙ্গলবার ভোরে উপজেলার শান্তিরহাট এলাকায় চোর সন্দেহে পিটিয়ে সুজন মিয়া নামের এক যুবককে হত্যা করা হয়। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পিতা কবির হোসেন বুধবার পটিয়া থানায় একটি হত্যা মামরা করেন। সুজন মিয়া কুমিল্লার মুরাদনগর এলাকার কবির হোসেনের ছেলে।