আধিপত্য বিস্তার কেন্দ্র করে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক পরিবহনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতকাল দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগের দাবিতে রাজেশ গ্রুপের লোকজন মানববন্ধনে দাঁড়ালে হেলাল গ্রুপের লোকজন বাধা দেয়। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবহন নেতা রাজেশ গ্রুপের সদস্যরা সড়ক পরিবহনের বর্তমান কমিটি প্রত্যাখ্যান করে দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় ও মানববন্ধনের আয়োজন করে। এর কিছুক্ষণ পরই বর্তমান কমিটির হেলাল গ্রুপের নেতারা ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে কথা কাটাকাটির একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য আলমাস খান জানান, তারা শান্তিপূর্ণভাবে প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচির উদ্দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়ান। এ সময় হেলাল গ্রুপের লোকজন তাদের ওপর হামলা চালায়। তারা অবৈধভাবে সড়ক পরিবহন গ্রুপের অফিস দখল করে নিয়েছে।
হেলাল উদ্দিন জানান, তারা বৈধভাবে সড়ক পরিবহন গ্রুপ পরিচালনা করছেন। কিন্তু রাজেশ ও তার সমর্থকরা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চেষ্টা করছে। তিনি ও তার লোকজন জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে রাজেশের লোকজন তার ওপর হামলা চালায়। এতে তিনিসহ আরও ১০ জন আহত হয়েছেন।
নগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরিস্থিতি স্বাভাবিক করে। তবে থানায় কোনো পক্ষ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।