ঝিনাইদহের শৈলকুপায় রানা মণ্ডল (১৭) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে গতকাল দুপুরে ঘটনাটি ঘটে। রানা ধলহরচন্দ্র ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও একাদশ শ্রেণির ছাত্র। এরআগে অভিযুক্তরা কাশিনাথপুরের শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা। এ সময় আহত হয় জমিলা (৬) নামে এক শিশু। শেলকুপা থানার ওসি শফিকুল ইসলাম কলেজছাত্র নিহতের ঘটনা নিশ্চিত করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে জানান তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার রাতে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ধলহরচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এ নিয়ে চেয়ারম্যানের লোকজনের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তাক শিকদার গ্রুপের উত্তেজনা চলছিল। বুধবার দুপুরে চেয়ারম্যানের ছেলে শেলকুপা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনারের নেতৃত্বে কাশিনাথপুর গ্রামে ভাঙচুর করা হয়। বাড়িঘর ভাঙচুরের খবর পেয়ে কলেজছাত্র রানা লাঙ্গলবাঁধ বাজার থেকে গ্রামে ফিরছিলেন। পথে প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।